আমাদের সম্পর্কে

আনন্দের সাথে জানাচ্ছি যে, একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (Humanism priority foundation) (এইচপিএফ-Hpf) প্রতিষ্ঠাকাল (২০২০ সাল) থেকে মানবিক সকল কর্মপ্রক্রিয়ায় সাধ্যমত সহযোগী হিসেবে নিয়োজিত।

গঠিত প্রতিষ্ঠাতা উদ্দেশ্য সদরদপ্তর
১০ আগস্ট ২০২০ চট্টগ্রাম। হৃদয় দে। সমাজ সেবা (অস্থায়ী কার্যালয়) ০৮ মোমিন রোড চেরাগি পাহাড় চট্টগ্রাম
about-thumb
about-thumb
about-thumb
আমাদের গল্প
আমাদের সংস্থা হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ) হল একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণ সাধনে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরন দেয়া, স্বেচ্ছায় রক্তদান করি।

বিশেষত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণ সাধনে বৃত্তি প্রদান, নিয়মিত শিক্ষা উপকরন দেয়া, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন এতিমখানা, অনাথাশ্রমে এতিম-অনাথ শিশুদের নিয়মিত সেবা ও পরিচর্যা প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আর্থিক সহায়তা প্রদান, অসহায় অসুস্থ রোগীকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দরিদ্র পরিবারের কন্যার বিবাহে আর্থিক সহায়তা প্রদান, ভাসমান পথশিশু, দুঃস্থদের নিয়মিত খাবার ও মৌসুমী ফল বিতরণ, বিনামূল্যে রোগীদের অক্সিজেন সেবা প্রদান, চিকিৎসা সামগ্রী বিতরণ, চলাফেরায় অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, অগ্নিকান্ড, বন্যা, সড়ক দুর্ঘটনাকবলিত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, ঈদবস্ত্র, শারদবস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে মাসব্যাপী ইফতার ও সেহেরী বিতরণ, দুর্যোগকালীন খাদ্য, ঔষধ, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান সহ অসহায় পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রভৃতির মাধ্যমে শিক্ষা ও অনানুষ্ঠানিক কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে সংগঠনটি এবং সকল দুর্যোগে দেশের মানুষের পাশে থাকতেও প্রত্যয়দীপ্ত।

about-thumb
আমাদের মিশন
সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার প্রচার ও প্রসার।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছর বৃক্ষরোপন, চারা বিতরণ ও পরিচর্যা প্রক্রিয়া ও বিভিন্ন গ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় প্রতিনিয়ত। উল্লেখ্য, রাস্তার পশু-পাখিদের নিয়মিত খাবার ও চিকিৎসা প্রদানের জন্য চালু আছে এইচপিএফ এ্যানিমেল কেয়ার-বাংলাদেশ, মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছাসেবকরা এইচপিএফ ব্লাড ব্যাংকের মাধ্যমে রোগীদের বিনামূল্যে রক্ত দান করে যাচ্ছে নিয়মিত। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদ্যাপন করেন স্বেচ্ছাসেবকবৃন্দ। আগামীতে দক্ষ মানবশক্তি তৈরির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পিউটার বিতরণ, সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু শিক্ষালয়, বৃদ্ধাশ্রম, শিশুদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষা কেন্দ্র চালুর সদিচ্ছা - পরিকল্পনা রয়েছে।

আমাদের অবদান

  • 0+
    ইভেন্ট
  • 0+
    তহবিল সংগ্রহ
  • 0+
    খাদ্য দান
  • 0+
    কাপড় দান

আমাদের সেবা

পরিবেশ সুরক্ষা, পশুপাখির যত্ন, রক্তদান ও শিক্ষা কার্যক্রমে একধাপ এগিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি

তহবিল সংগ্রহ

সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তার মাধ্যমে তাদের জীবনে স্বস্তি ফেরানোই “অসহায় সহায়” কর্মসূচির মূল লক্ষ্য।

শিশু যত্ন

প্রতিটি শিশুই ভবিষ্যতের স্বপ্ন। আমরা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

মানবিক সহায়তা

দুর্যোগকালীন ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়াই। খাদ্য, পানি, আশ্রয় এবং মৌলিক সেবা প্রদান করে মানুষের জীবন বাঁচানোর এবং তাদের মর্যাদা রক্ষার কাজ করছি। মানবিক সাহায্য আমাদের একান্ত দায়িত্ব।

অসহায় সহায়

সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তার মাধ্যমে তাদের জীবনে স্বস্তি ফেরানোই “অসহায় সহায়” কর্মসূচির মূল লক্ষ্য।

পরিবেশ সুরক্ষা

সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমরা বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করি। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশই আমাদের স্বপ্ন।

শিক্ষা বন্ধু

অর্থনৈতিক কারণে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়ায় এইচপিএফ। আমরা বৃত্তি, শিক্ষা উপকরণ ও দিকনির্দেশনার মাধ্যমে শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করি।

উপদেষ্টা এইচপিএফ
বাবুল কান্তি দাশ

সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু চট্টগ্রামের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন ( এইচপিএফ)। সূচনালগ্ন থেকে কাজ করে যাচ্ছে একদল তরুণ শিক্ষার্থী। যারা নিজেদের টিউশন থেকে উপার্জিত অর্থ দিয়ে দেশব্যাপী তাদের সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার মধ্যে রয়েছে দুস্থদের আর্থিক সহায়তা, রক্তদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও পাঠ্যপুস্তকসহ শিক্ষাপোকরণ বিতরণ, পঙ্গুদের হুইলচেয়ার প্রদান এবং নানাবিধ সেবা কার্যক্রম। এমনকি পথে প্রান্তরে পড়ে থাকা পশুদের চিকিৎসা ও খাবার, পথশিশুদের বিভিন্ন সহায়তা প্রদান। সংগঠনে সম্পৃক্ত শিক্ষার্থীরা মনে করেন - সংগঠন একজন শিক্ষার্থীকে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবন গঠন ও আমাদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এলোমেলো জীবনযাপনের পরিবর্তে, সঠিক ‘ক্যারিয়ার প্লানিং’ এ অনেক বেশি সতর্ক হওয়ার সুযোগ তৈরি হয়। সেই সঙ্গে নিয়মিত বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করে ছাত্র অবস্থাতেই নেতৃত্বের গুণাবলি, গ্রুপভিত্তিক কাজের অভিজ্ঞতা, প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন সহ দক্ষ গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সংগঠনের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় হতাশা ও অবসাদ থেকেও অনেকাংশে মুক্ত থাকা যায়। যা যেসব শিক্ষার্থীরা সংগঠনের সঙ্গে যুক্ত নয় তাদের থেকে সব ক্ষেত্রে এগিয়ে রাখে। তরুণদের মধ্যে যতবেশি এহেন মনোভাব জাগ্রত হবে দেশ ততবেশী উন্নত ও সমৃদ্ধ হবে।

উপদেষ্টা এইচপিএফ
প্রফেসর রীতা দত্ত

এইচপিএফ’’ এর যাত্রা শুরু ২০২০ এ- বিশ্বের বিপর্যয় ‘করোনা কোভিড-১৯’ এর প্রার্দুভাবকালে। কয়েকজন মেধাবী তরুণের সুচিন্তার ফসল এই সংগঠন। ‘‘আর্ত মানবতার সেবায় ধর্ম’’ এ প্রত্যয়ে স্থিত থেকে তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন সেবা প্রকল্প নিয়ে। তাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানায়। বর্তমানে জড়বাদী মানসিকতার বিপরীতে তাদের অবস্থান। বিত্তের পিছনে ছোটার চাইতে তারা চিত্তের ঔদার্য্যে বিশ্বাসী। রবি ঠাকুরের ভাষায় ‘‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান’’। এই শুভ কামনা রইল।

উপস্থাপক, আবৃত্তি ও অভিনয়শিল্পী
অধ্যাপক দেবাশিস্ রুদ্র

এইচপিএফকে আমি আবিস্কার করেছি নানাভাবে! ধরুন তাদের কর্মীদের দেখলাম আহত পশুদের চিকিৎসা সেবা দিতে আবার কখনো অসুস্থ রোগীর রক্ত দিতে এগিয়ে আসতে! আবার কখনো কোনো উৎসবে উপহার নিয়ে মানুষের কাছে যেতে! একজন মানুষের পরিচয় সমাজে যে অর্থে হওয়া প্রয়োজন সেই মানুষের জন্যই কাজ করে যাচ্ছে এইচপিএফ। সমাজের যে কোনো মানুষ উপকার মানসিকতা নিয়ে এইচপিএফ এর সাথে যুক্ত হলে সামাজিক কার্যক্রমগুলো আরো এগিয়ে যাবে!

রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত
প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু

নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া মানবিকতার একটি সর্বোত্তম বহিঃপ্রকাশ যা দীর্ঘ সময়কাল ধরে সমাজের দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছে ‘এইচপিএফ’ এর একঝাঁক নিবেদিত তরুণ-তরুণী। আজ এইচপিএফ’র সেবা কার্যক্রম পৌঁছে গেছে প্রান্তিক জনগোষ্ঠী দ্বারে দ্বারে। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি তাদের এই উদার মানসিকতায় তৈরি হোক সুন্দর এক বৈষম্যমুক্ত সমাজ। সকলের মঙ্গল হোক।

পরিচালক (অব.) বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম।
বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ

এইচপিএফ এর মানবসেবামূলক কাজগুলোতে আমি যুক্ত হতে পেরে গর্বিত। সকলের মুখে হাসি ফুটাতে এ সংগঠনের সবাই কাজ করে যাচ্ছে প্রান্তিক পর্যায়ে। সংগঠনের নানামুখী সেবাসমূহ আরো প্রসারিত হোক মানুষের কল্যাণে। শুভ কামনা রইল মানবতাবাদী সকল স্বেচ্ছাসেবীদের জন্য।

প্রিয়া ভট্টাচার্য
স্বেচ্ছাসেবক এইচপিএফ

“আমার খুব প্রিয় সংগঠন এইচপিএফ ❤️ এইচপিএফ এর প্রত্যেক মানবতার কাজের সাক্ষী প্রথম থেকে ছিলাম,আগামীতেও সেই কাজের সাক্ষী হয়ে থাকতে চাই🥰

শুভকামনা নিরন্তর ❤️

ভালোবাসি এইচপিএফকে❤️”

testimonial-thumb
প্রাপ্তি দে
স্বেচ্ছাসেবীকা এইচপিএফ।

সেচ্ছাসেবক হয়ে যখন মাঠে নেমে কাজ করবেন,সেচ্ছসেবকদের বিরুদ্ধে আপনার ভ্রান্তধারনা দূর হবে।এবং মানুষ হয়ে মানুষের জন্য বেঁচে থাকার নতুন আশা জন্মাবে।আসুন আমরা এইচপিএফ এর একজন গর্বিত মানবিক সেচ্ছাসেবী হয়ে গড়ে উঠি!।।”

testimonial-thumb
অর্পন নাথ
স্বেচ্ছাসেবক এইচপিএফ

“যতক্ষণ না পর্যন্ত ,আপনি একজন স্বেচ্ছাসেবক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের কাজগুলো আপনার লোক দেখানো মনে হবে। তাই আসুন "এইচপিএফ" এর একজন গর্বিত স্বেচ্ছাসেবক হয়ে মানবতার সেবাই এগিয়ে চলি।”

testimonial-thumb
অন্তু দে
স্বেচ্ছাসেবক এইচপিএফ

“এইচপিএফ শুধু নাম নই।”

এইচপিএফ আপনার আমার সকলের আস্থা।

সকলের বিপদে সহযোগিতার হাত বাড়াবে এইচপিএফ।

আমরা ছিলাম আছি আগামীতে ও থাকবো আপনাদের পাশে❤️

এইচপিএফ আপনার আমার সবার❤️

testimonial-thumb
মানসী বড়ুয়া
স্বেচ্ছাসেবক এইচপিএফ

"এইচপিএফ" একটা ভালোবাসার জায়গা।যেখানে আন্তরিকতা,ভালোবাসায় পরিপূর্ণ বললেই চলে।পিঠা উৎসব থেকে শুরু করে ঈদ,পূজো-পার্বণের গিপ্টও ভাগ করে নেওয়া হয় অসহায় হতদরিদ্র মানুষদের সাথে।এই সংগঠনের সদস্যা হিসেবে কাজ করতে পেরে নিজেকে অনেক বেশি গর্ববোধ করি।

"সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে"এই স্লোগানেই সামনে এগিয়ে যেতে চায়।

testimonial-thumb
শর্মিলা চক্রবর্তী
স্বেচ্ছাসেবক এইচপিএফ

এই গ্রুপে সকলেই হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতেও একটুও ভাবে না এই সংঘটনের লোকজন।গরিব লোককে রিক্সা দেয়া, হতে শুরু করে কিডনি রোগীকে সাহায্য করা, হৃদরোগে আক্রান্ত রোগীদের সাহায্য করা, রোজাতে ইফতার দান করা, ঈদে বস্ত্র দান করা, পূজায় গরিবদের বস্ত্র দান করা, সব কিছুতে আমাদের এই এইচপিফ কার্যক্রম চালিয়ে গিয়েছে।।

কোনো কিছুতে আমাদের গ্রুপের মেম্বারা পিছপা হইনি। এমন কি শীতকালে শীতবস্ত্র দান করা হয়ে থাকে রাস্তায় থাকা গরিব হতদরিদ্র লোকজনদের।ফলের দিনে ফল বিতরনী কাজেও যুক্ত আছে এই সংঘটন। পিঠা উৎসব করা ও আমাদের লিপিবদ্ধ মধ্যে রয়েছে। অনাথ আশ্রমের ছোট্ট ছোট্ট পিচ্ছিদের পাশে গিয়েও দাঁড়িয়েছে আমাদের এই গ্রুপ।

testimonial-thumb
সুৃমি রাণী দেবী
স্বেচ্ছাসেবক এইচপিএফ

সবার উপর মানুষ সত্য, তাঁহার উপর নাই"।

এটি হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন অর্থাৎ এইচপিএফ এর মূল মন্ত্র। এই সংগঠনের মাধ্যমে আমার ছোট্টো বেলা থেকে গড়ে তোলা সেই অল্প অল্প মানবসেবার পরিধি বিশালতায় পৌঁছালো। আমার এই ছোট পরিবারটি কখনো শ্রম,কখনো অর্থ, খাদ্য-বস্ত্র কিংবা কর্মসংস্থান দিয়ে মানব মনে জায়গা করে নিয়েছে,ভবিষ্যতেও নিবে। পাশে দাঁড়িয়েছে গরীব, বাস্তুহারা মানুষের, শীর্তাথ মানুষকে দিয়েছে উষ্ণতার পরশ।ভালোবাসা দিয়েছে বৃদ্ধাশ্রমে ফেলে আসা আমার আপনার, আমাদের মমতাময়ী " মা"দের।

testimonial-thumb
সপ্ত দে
স্বেচ্ছাসেবক এইচপিএফ

আমার নাম সপ্ত দে। সংঘটনে যুক্ত হয়েছি মাস কয়েক।আমি সবার ছোট এখানে। ক্লাস ১০ এ পড়ছি। দূর্গা পূজোতে আমার সাথে পরিচয় হয় সুমন দাদা,অন্তুজিত দাদা,শান্তজিত দাদা দের সাথে। অন্যের মুখে হাসি ফুটাতে পেরে কতোটা আনন্দ উপভোগ করা যায় তা এইচপিএফে না আসলে জানতাম না।কাজ গুলো নিজের মতো করে গুছিয়ে নিতে হয়তো এক্কটু সময় লাগবে। তবে নিজের সবটা দিয়ে এগিয়ে যাবো। বড় দিদি এবং বড় দাদারা আমার জন্য আশীর্বাদ করবেন।

testimonial-thumb

যে সমাজে মানুষ পরস্পরের সাহায্যে এগিয়ে আসে, সেই সমাজই প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর

সমাজের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষ তার স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করে।
— কাজী নজরুল ইসলাম

সমাজকে বদলাতে হলে আগে নিজের মন-মানসিকতা বদলানো প্রয়োজন। ভালো কাজের মাধ্যমে সমাজেই পরিবর্তন আনা সম্ভব।
— লালন ফকির

Contact Info

If you have any question, please contact us.

  • ০৮ মোমিন রোড চেরাগি পাহাড় চট্টগ্রাম.

  • +8801533393869, +8801818670073

  • hdey6317@gmail.com

    hpf2020bd@gmail.com

  • http://www.humanismpriorityfoundationhpf.com/

Our Partners

partner-thumb